শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মওদুদ আহমদের লাশ আসছে বৃহস্পতিবার, দাফন কোম্পানীগঞ্জে

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১১:৪৭ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে আসবে। এরপর রাজধানীতে কয়েকদফা জানাজা শেষে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক বার্তায় তিনি বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে ব্যারিস্টার মওদুদ আহমদের চলে যাওয়া নিঃসন্দেহে একটি অপূরণীয় শূন্যতা। আমি মনে করি এটা শুধু বিএনপি নয়, সমগ্র জাতি একটা অপূরণীয় ক্ষতি সম্মুখীন হলাম আমরা। তিনি একজন ভালো অভিভাবক, গুণী পার্লামেন্টিরিয়ান, সরকারের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। তিনি আরও বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ব্যারিস্টার মওদুদ আহমদ গণতন্ত্রকামী মানুষ ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Shihabul Fariyad ১৭ মার্চ, ২০২১, ৪:১২ পিএম says : 0
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।মরহুমের রূহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন,আমিন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন