রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১:১১ পিএম

বিনম্র শ্রদ্ধা আর উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে রাজশাহীতে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও প্রশাসনের উদ্যোগে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। নগরীর মোড়ে মোড়ে প্রচারিত হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্ববোধক গান। চলছে চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনা সভা আর রক্তদান কর্মসূচি। সকালে নগরভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও কাউন্সিলরবৃন্দ। এরপর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সহ জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ মামুনুর রশীদ।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন ও সকল ওয়ার্ড কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ জোহর সোনাদিঘি মসজিদ, নগর ভবন ওয়াক্তিয়া মসজিদ সহ সকল মসজিদে দোয়া এবং সকল ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া বিকেলে নগর ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা , সন্ধ্যায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির আয়োজন করা হয়েছে। সকালে কুমারপাড়াস্থ আ:লীগ কার্যালয়ের পাশে স্বাধিনতা চত্তরে বঙ্গবন্ধুসহ চার জাতীয় নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক করেন মেয়র খায়রুজ্জামান লিটন, সেক্রেটারী ডাবলু সরকারসহ নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে নগরভবনসহ বিভিন্ন ভবনে আলোকমালায় সজ্জিত করা হয়েছে। দুপুরে দু:স্থদের মাঝে খাবার বিতরন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন