বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বড় জয়ে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান

প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরের শেষ ওয়ানডেতেও বিবর্ণ পাকিস্তানের বোলাররা। কার্ডিফে টস জিতে গতকালও ফিল্ডিং বেছে নেয় পাকিস্তান। ইংলিশরা ব্যাট হাতে বড় কোন জুটি গড়তে না পারলেও রান করেছেন প্রায় সব ব্যাটসম্যানই। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে ইংলিশরা। সর্বোচ্চ ৮৭ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রয়ের ব্যাট থেকে। এছাড়া ক্যারিয়ার সেরা ৭৫ রানের ইংিস খেলেন বেন স্টোকস। হাসান আলী ৬০ রানে ৪টি ও মোহাম্মাদ আমির ৫০ রানে নেন ৩ উইকেট। একে তো বড় লক্ষ্য, তার উপর হারলে হোয়াইটওয়াশ। তাই বড় কিছু করে দেখানোর সুযোগ ছিলো পাকিস্তান ব্যাটসম্যানদের উপর। দেখিয়েছেও তাই। লাইন-আপে পরিবর্তন এনে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচলো আজহার আলীর দল। ৩০৩ রানের রান পাহাড় ৪ উইকেট আর ১০ বল হাতে রেখেই টপকে গেছে পাকিস্তান।
তবে জবাবের শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ২২ রানে শারজিল খানকে হারায়। তবে অধিনায়ক আজহার আলী ও বাবর আজমের ব্যাটে ভালোই এগিয়েচ্ছিল তারা। কিন্তু ১৪তম ওভারে মার্ক উড ফেরান দু’জনকেই। এরপর হাল ধরেন শোয়েব মালিক  ও সরফরাজ আহমেদ। পাকিস্তানের হয়ে এই দুজন গড়েন ইংল্যান্ডের বিপক্ষে তাদের তৃতীয় সর্বোচ্চ (১৬৩) রানের জুটি। মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন শরফরাজ (৯০) আর অনেকদিন পর দলে ফেরা মালেক আউট হন ৭৭ রানে। ততক্ষণে লড়াইয়ের পুঁজি পেয়ে গেছে পাকিস্তান। বাকি কাজটুকু ইনফর্ম ইমাদ ওয়াসিমকে (১৬*) নিয়ে সারেন মোহাম্মদ রিজওয়ান (৩৪*)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন