শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০৩ এএম

দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি

বর্তমান যুগে কিছু কিছু মানুষদের চিন্তাভাবনা এতোটাই সংকীর্ণ বা নীচু যে, তারা কখনোই নিজেদের অপরাধ, ভুল-ত্রুটি স্বীকার করতে চায় না। সবসময় নিজেদেরকেই সর্বেশ্বর মনে করে, যার জন্য সমাজের সাধারণ মানুষেরা নিজেদের ন্যায্য অধিকারটুকু পায় না। বরং তারা প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা সবসময়ই হেয় প্রতিপন্ন হয়। এতে করে সামাজিক যে বন্ধন তা লোপ পেতে থাকে। এর মূল কারণ হলো মানুষদের কোমল চিন্তাভাবনার অভাব। এমনো দেখা যায় যে, যেসব মানুষ সমাজপ্রধানদের মন যুগিয়ে চলতে পারচ্ছে না, তারা রীতিমতো হেয় প্রতিপন্ন হচ্ছে এবং তাদেরকে একঘরে করে দেওয়াও পর্যন্ত হচ্ছে। সমাজের এইসব মানুষদের বদলানোর আগে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, তাহলেই সমাজের অসহায় লোকগুলো তাদের ন্যায্য অধিকার নিয়ে সমাজে বসবাস করতে পারবে। তাই আসুন, আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সবাই নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাবো। তাহলেই আমাদের সমাজ বদলাবে।
প্রসেনজিৎ কুমার রোহিত
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।

 

বেপরোয়া ট্রাকচালকদের থামাতে হবে
দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ইত্যাদির মুখোমুখি সংঘর্ষে প্রায়ই আহত এবং নিহত হওয়ার খবর গণমাধ্যমের শিরোনাম হয়। আর এসব দুর্ঘটনার জন্য ড্রাইভারদের বেপরোয়া ও প্রতিযোগিতার মনোভাব অনেকাংশেই দায়ী। রয়েছে কর্তৃপক্ষের উদাসীনতাও। বিশেষ করে ট্রাক ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালানো চোখে পড়ার মতো। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের চিত্র দেখে যে কারো মনে হতে পারে হাইওয়েটি শুধু মাত্র ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলের জন্য প্রযোজ্য! তারা রাস্তার বাম থেকে ডানে কিংবা ডান দিক থেকে বামে অর্থাৎ ঘন ঘন লেন পরিবর্তন করে নিজদের ইচ্ছেমতো চলাচল করছে। ফলে প্রাইভেটকারগুলো গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খায়। কখনো বা সংঘর্ষ লেগে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এছাড়াও গভীর রাতে ট্রাক ড্রাইভারদের একচেটিয়া আধিপত্য অধিক নজরে আসে। ট্রাক ড্রাইভারদের এমন স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে। এছাড়াও সকল প্রকার ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানগুলোকে রাস্তার শুধু বাম লেনে চলার জন্য বাধ্য করতে হবে এবং নিয়ম না মানলে জরিমানা করতে হবে। এব্যাপারে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মামুন হোসেন
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন