শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ছাত্রের কারণে ঝামেলায় পড়েছেন রুবেল!

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০২ এএম

চিত্রনায়ক ও মার্শাল আর্ট-এর প্রশিক্ষক রুবেল এক জমি একাধিকবার বিক্রি নিয়ে তার এক ছাত্রের কারণে ঝামেলায় জড়িয়ে পড়েছেন। এজন্য ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি এক জমি একাধিকবার বিক্রির অভিযোগে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রুবেলসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়। আদালতের নির্দেশে মামলার তদন্তের ভার পড়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর। এরপর বাদীর নারাজিতে আদালত মামলা তদন্তের নির্দেশ দেন সিআইডিকে। সিআইডির তদন্তে অভিযুক্ত হয় রুবেলসহ ১৩ জন। তবে জামিনে থাকা চিত্রনায়ক রুবেলের দাবি, তিনি পরিস্থিতির শিকার হয়েছেন। তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেন, মামলাটি এখনও আদলতে বিচারাধীন, তাই এ বিষয়ে কথা বলা ঠিক হবে না। আমি আদালতে বিজ্ঞ বিচারককে ওই সময়ই বলেছি, আমি পরিস্থিতির শিকার। আমার ভুল হয়েছে কোন একজনকে বিশ্বাস করে। আমি সব কিছু বিচারককে খুলে বলেছি। এটাও বলেছি, আমি দোষী হলে আমাকে যে শাস্তি দেয়া হবে আমি মাথা পেতে নেবো। রুবেল বলেন, এই জমি সংক্রান্ত পুরো ঝামেলা তৈরি হয়েছে আমার এক ছাত্রের কারণে। ওর নাম বুলবুল ইসলাম। ওর কথাতেই জমিটি কিনি। তবে সাভারের আশুলিয়ায় জমিটি কোথায়, তা আমি আজও জানি না। জমিটি ওই ছাত্র কয়েকবার বিভিন্ন জনের কাছে বিক্রি করেছে। তাও আমার জানা ছিল না। জমি কেনার পর তিনি স্বাক্ষর করেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে রুবেল বলেন, স্বাক্ষর করেছি। জমিটি কেনার সময় আমাকে জানানো হয়। তখন আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম। শুটিং স্পটে আমি সেই স্টাম্পে স্বাক্ষর করি। এরপর আরও কয়েকবার স্বাক্ষর করেছি, তবে আমাকে জানানো হয়েছে জমির কাজের জন্যই এই স্বাক্ষর নেয়া হয়েছে। আমি ভুল করেছি, ওকে বিশ্বাস করে। ওই সময় কাগজের কথাগুলো পড়ে স্বাক্ষর করলে, আজ এই ঝামেলা হতো না। রুবেল বলেন, মামলার বাদীদের সঙ্গে কয়েকবার কথা হয়েছে। আমি এসব বিষয় তাদেরকেও খুলে বলেছি। একই কথা আমি আদালতেও বলেছি। অভিনয় ক্যারিয়ারে আমার একটা সুনাম আছে। আমি জেনে শুনে কখনো কারো কোনো ক্ষতি করিনি। আর করার চিন্তাও করি না। আমার ওই ছাত্র এখন পলাতক। ওকে আইনের কাছে ধরিয়ে দিতে আমিও চেষ্টা করছি। আমার ভুল হয়েছে এটা আমি স্বীকার করেছি। আমার এই ভুলের কারণে আদালত যে শাস্তি দেবে, তা মাথা পেতে নেব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন