শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সামাজিক রীতিবিরুদ্ধ নাটকে অভিনয় না করার জন্য শিল্পীদের সতর্ক করল অভিনয় শিল্পী সংঘ

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০২ এএম

সম্প্রতি নাট্যাঙ্গণের একশ্রেণীর নির্মাতা ও অভিনয়শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন। এজন্য বেশ কয়জন অভিনয়শিল্পী ও কলাকুশলী গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়েছেন কুৎসিত অঙ্গভঙ্গি, কুরুচিপূর্ণ সংলাপ, সামাজিক রীতিবিরুদ্ধ আচার-আচরণযুক্ত নাটকে অভিনয়, রচনা, পরিচালনা ও প্রযোজনা করে। পরবর্তীতে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ তাদের ছাড়িয়ে আনিয়েছে। পরবর্তীতে অনেকে মুচলেকা দিয়ে আর কখনো এমন মন্দ কিছুর সঙ্গে জড়িত হবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এসব অপ্রীতিকর ঘটনায় বিব্রত হয়ে এবার টেলিভিশনের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ সদস্যদের সতর্ক বার্তা দিয়েছে। সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, যুগ্ন সাধারণ সম্পাদক রওনক হাসানসহ আরও বেশ কয়েক জন ফেসবুকে পোস্টের মাধ্যমে এ সতর্ক বার্তা জারি করেছেন। পোস্টে বলা হয়েছে, বিগত বেশকিছু দিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে, সস্তা জনপ্রিয়তা বা তথাকথিত ভাইরাল হবার বাসনায় কতিপয় অভিনেতা, নাট্যকার, পরিচালক ও প্রযোজক কুৎসিত অঙ্গভঙ্গি, কুরুচিপূর্ণ সংলাপ, সামাজিক রীতিবিরুদ্ধ আচার-আচরণযুক্ত নাটকে অভিনয়, রচনা, পরিচালনা ও প্রযোজনা করছেন। সামাজিক ও আইনগতভাবে যা মোটেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে একাধিক অভিনেতা ও পরিচালক পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। অভিনয় শিল্পী সংঘ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে এনেছে। এধরনের কাজে লিপ্ত থেকে ভবিষ্যতে কেউ আইনি জটিলতায় জড়িয়ে গেলে আমাদের পক্ষে তাদের পাশে দাঁড়ানো সম্ভব হবে না। পোস্টে বলা হয়, সমাজের প্রতি শিল্পীর দায়বদ্ধতা আছে। সত্যিকারের শিল্পী কখনোই সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, বা সমাজে ক্ষতিকর প্রভাব বিস্তার করে এমন কোনো কাজে লিপ্ত থাকেন না। আমরা এধরনের সকল কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সকল অভিনয়শিল্পীদের প্রতি অনুরোধ করছি, এধরনের যেকোনো অভিনয়ের সাথে যুক্ত হবার আগে নিজের, পরিবারের এবং সমাজের কথা ভেবে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেই সাথে সকল নাট্যকার, পরিচালক ও প্রযোজকদের প্রতি অনুরোধ রইলো এ ধরনের নাটক নির্মাণ থেকে বিরত থাকবার জন্য। শিল্পী সংঘ থেকে বলা হয়েছে, ওটিটি এক বিশাল সম্ভাবনা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। ওটিটি নিয়ে যখন আমরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি তখনই এহেন স্থুল, অরুচিকর বিবেকবোধ বর্জিত প্রযোজনা অঙ্কুরেই এই সম্ভাবনাময় প্ল্যাটফর্মকে গলা টিপে হত্যা করতে পারে। সবাইকে এখনই সচেতন হবার জন্য আহবান করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন