বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দুর্নীতি কমাতে পারব কি না ভবিষ্যৎ বলবে

আলোচনা সভার দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০০ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ বলেছেন, দেশের দুর্নীতি আমরা কতোটা কমাতে পারবো, সেটা ভবিষ্যৎ বলবে। তবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি- নিজে দুর্নীতি করবো না। নিজেকে দুর্নীতিমুক্ত রেখে দুর্নীতি দমনে স্ব স্ব দায়িত্ব পালন করবো। গতকার বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদকের উদ্যোগে এ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দুদক কর্মকর্তারা যুক্ত ছিলেন। মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ বলেন, বঙ্গবন্ধুর এমন একটি রাজনৈতিক জীবন রয়েছে। যার বিরুদ্ধে তার শত্রুরাও কখনো দুর্নীতির একটি অভিযোগ তুলতে পারেনি। অজপাড়াগাঁয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, সুবিধাবঞ্চিত অনগ্রসর অঞ্চল থেকে কেবল সাহস এবং চারিত্রিক দৃঢ়তার কারণেই বঙ্গবন্ধু এ পর্যায়ে উঠে এসেছেন। আমার কাছে মনে হয়, বঙ্গবন্ধুকে এখনো সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। যতোদিন যাবে, ততোই জাতির পিতা সঠিকভাবে মুল্যায়িত হবেন।

মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ বলেন, উন্নয়নের এ অভিযাত্রায় সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও মালয়শিয়ার সঙ্গে বাংলাদেশও বঙ্গবন্ধুর নেতৃত্বে যাত্রা শুরু করেছিলো। বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে, বাংলাদেশ আজ এসব দেশের কাতারেই থাকতো। তিনি বলেন, আমরা যদি বঙ্গবন্ধুকে ভালবাসি, তাহলে তার আদর্শকে অনুসরণ করতে হবে। যার যার অবস্থাান থেকে স্ব-স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। মনে রাখতে হবে, বঙ্গবন্ধু সারা জীবন অন্যায়-অবিচারে বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। ##

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন