শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মস্কোতে শুরু হচ্ছে আফগান সরকার ও তালেবানদের ঐতিহাসিক শান্তি আলোচনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১০:২৪ এএম | আপডেট : ১০:৩৩ এএম, ১৮ মার্চ, ২০২১

দীর্ঘ সংঘাতের ২৫ বছর পর আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যকার ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু হচ্ছে। যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে মস্কোতে কাবুল সরকারের সাথে এক বৈঠকে অংশ নেবেন তালেবানদের সিনিয়র সদস্যরা। সোমবার (১৫ মার্চ) আনুষ্ঠানিকভাবে একথাই জানায় তালেবানরা। আফগানিস্তানে দুই দশকের সামরিক উপস্থিতির অবসানের সিদ্ধান্তের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মে’র সময় সীমার প্রাক্কালে রাশিয়ার আমন্ত্রণে উভয় পক্ষের আলোচনায় বসার কথা রয়েছে । খবর এএফপি।
কাতারে তালেবান দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম টুইটার বার্তায় বলেন, ‘তালেবান কো-ফাউন্ডার মোল্লা বরাদার আখন্দের নেতৃত্বে আফগানিস্তান ইসলামিক আমিরাতের উচ্চ পর্যায়ের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মস্কোতে অনুষ্ঠিত ওই আলোচনায় অংশ নেবেন।’
সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ‘আফগানিস্তানে নিযুক্ত ওয়াশিংটনের বিশেষ দূত জালমে খলিলজাদ মস্কোতে ওই বৈঠকে যোগ দেবেন। আফগান শান্তি প্রক্রিয়াকে উৎসাহিত এবং সহযোগিতা করার ব্যাপারে চলমান মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ আলোচনায় অংশ নিচ্ছেন।’
মার্কিন পররাষ্ট্র বিভাগের নারী মুখপাত্র জলিনা পোর্টার সাংবাদিকদের বলেন, ‘আফগান শান্তি প্রক্রিয়া সমর্থনে বৃহস্পতিবারের আলোচনা হবে অন্যান্য সকল আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার অনুপূরক।’ সূত্র : এএফপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Jack+Ali ১৮ মার্চ, ২০২১, ১২:০৫ পিএম says : 0
O'Taliban do not surrender to kafir law democracy.... Victory comes from Allah, you don't need any treaty with anybody, why you are going to russiah who raped our mother daughter and throw them from Helicopter and killed millions Afghan muslim.
Total Reply(0)
Tarik Voia ১৮ মার্চ, ২০২১, ৩:৩৪ পিএম says : 0
Both the supper power were defeated to Taliban.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন