বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ৩:১৪ পিএম

স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনা মহামারি মোকাবিলায় স্বাস্থ্যখাতকে অনেক এগিয়ে নেয়া হয়েছে। আমরা চেষ্টা করছি সংক্রমণ কীভাবে কমানো যায়, সে বিষয়ে বিশেষ নজরদারি চলছে।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। করোনার সংক্রমণ বাড়লেও দেশে আপাতত লকডাউনের কোনও পরিকল্পনা নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ কমানো সম্ভব।

সংক্রমণ কমাতে সরকার বদ্ধপরিকর জানিয়ে জাহিদ মালেক বলেন, করোনা মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। করোনার সংক্রমণ যেনও বৃদ্ধি না পায় সে লক্ষ্যেই নিরলস পরিশ্রম করে যাচ্ছে সরকার। সংক্রমণ বাড়ার জন্য মানুষের উদাসীনতাই দায়ী উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব, অথচ সব জেনেও আমরা তা মানছি না। তাই সংক্রমণ আবারো বেড়ে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন