শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজাপুরে সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে ৬ ইউনিয়নের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ৭:২৫ পিএম

ঝালকাঠির রাজাপুরে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৬ জন এবং সাধারণ সদস্য পদে ১১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু ইউসুফ।

উপজেলার ৬ ইউনিয়নের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন- ১নং সাতুরিয়া ইউনিয়নে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মাইনুল হায়দার, স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন জোমাদ্দার, হাতপাখার প্রার্থী নুরুল ইসলাম। এ ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ৯ জন এবং সদস্য পদে ৪৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২নং শুক্তাগড় ইউনিয়নে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিউটি সিকদার, স্বতন্ত্র আনোয়ার হোসেন , স্বতন্ত্র শাহিন মৃধা, হাতপাখার প্রার্থী আমির হোসেন ও সংরক্ষিত নারী আসনে ১১ জন এবং সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩নং রাজাপুর ইউনিয়নে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম, স্বতন্ত্র আনোয়ার হোসেন মজিবুর মৃধা, হাতপাখার প্রার্থী আল আমিন রুমান ও সংরক্ষিত নারী আসনে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৪নং গালুয়া ইউনিয়নে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া পারভেজ, স্বতন্ত্র জহিরুল হক গাজি, হাতপাখার প্রার্থী আল আমিন খান ও সংরক্ষিত নারী আসনে ১০ জন এবং সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৫নং বড়ইয়া ইউনিয়নে আ’লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দিন হাওলাদার, স্বতন্ত্র খলিলুর রহমান মোল্লা, স্বতন্ত্র জাহিদুল আবেদিন, হাতপাখার প্রার্থী কেএম জাহাঙ্গীর হোসেন। ও সংরক্ষিত নারী আসনে ১১ জন এবং সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৬ নং মঠবাড়ি ইউনিয়নে আ’লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী শাহ জালাল হাওলাদার, স্বতন্ত্র মোস্তফা কামাল সিকদার, স্বতন্ত্র আব্দুর রব, হাতপাখার প্রার্থী ফজলে আলী ও সংরক্ষিত নারী আসনে ১৪ জন এবং সাধারন সদস্য পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু ইউসুফ জানান, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে মনোনয়পত্র জমাদানের শেষ দিনে ৬ ইউনিয়ন থেকে চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারন সদস্য পদে নির্বাচনে অংশগ্রহনে ইচ্ছুক প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন