শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামগড়ে মসজিদ উদ্বোধন

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ৯:০২ পিএম

খাগড়াছড়ির রামগড় উপজেলার পূর্ববলিপাড়া রাইতুর রহমান জামে মসজিদ পুণঃসংস্কারের পর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।
জানা যায়, খাগড়াছড়ির এমপি ও টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার উন্নয়ন প্রকল্পের বরাদ্দে ও চট্টগ্রাম এহইয়াহ উস সুন্নাহ ফাউন্ডেশনের আর্থিক অনুদানে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়।
গতকাল শুক্রবার জুমার নামাজের আগে আনুষ্ঠানিক উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, পৌর আ.লীগ সভাপতি রফিকুল আলম কামাল ও ফাউন্ডেশনের তত্ত¡াবধায়ক মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মসজিদ কমিটির সভাপতি মো. কাজী আমিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় মুসল্লিরা।
পরে মসজিদে জুমার খুতবা ও নামাজ আদায়ের মাধ্যমে ইবাদতের কার্যক্রমের সূচনা করেন রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন