বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার অগ্ন্যুৎপাত আইসল্যান্ডে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

ইউরোপের দেশ আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক থেকে কয়েক কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পার্বত্য এলাকায় সক্রিয় হয়ে উঠেছে আগ্নেয়গিরি ফাগরাডালসফল। শুক্রবার দেশটির আবহাওয়া দফতর এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে আইসল্যান্ডের আবহাওয়া দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা থেকে সক্রিয় হয়েছে ফাগরাডালসফল। ওয়েবক্যাম এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তারা প্রাথমিকভাবে এ তথ্য পেয়েছিলেন। তারপর শুক্রবার বিকেলে ওই এলাকায় কোস্টগার্ডের একটি হেলিকপ্টার পাঠানো হয়। হেলিকপ্টারের আরোহী কোস্টগার্ডের সদস্যরা অগ্ন্যুৎপাত ও তপ্ত লাভা প্রবাহের ছবি তুলে আনেন। ওই কর্মকর্তা আরো বলেন, তারা আগে থেকেই এমন আশঙ্কা করছিলেন; কারণ, গত তিন সপ্তাহে ফাগরাডালসফল এবং তার আশপাশের এলাকায় ৫০ হাজারেরও বেশিবার ভূমিকম্প হয়েছে। রাজধানী রিকজাভিক থেকে ওই পার্বত্য এলাকার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ইতোমধ্যে উপদ্রুত অঞ্চল ও তার আশপাশের এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সতর্কবার্তা দিয়েছে, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ফলে রাজধানী ও তার আশপাশের বিভিন্ন এলাকায় ভূমিধস দেখা দিতে পারে। দুই টেকটোনিক প্লেটের মাঝামাঝি অবস্থানের কারণে আইসল্যান্ডে নিয়মিতই মৃদুমাত্রার ভূমিকম্প হয়। বিশ্বে আইসল্যান্ডই একমাত্র দেশ যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে মধ্য আটলান্টিক সাগরের ফাটল দেখা যায়। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন