সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার কলারোয়ায় বিজিবি অভিযান চালিয়ে ট্রাকভর্তি আড়াইকোটি টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস, শাড়ি ও চুনাপাথর আটক করেছে। কলারোয়া উপজেলার মুরারিকাটি এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। সাতক্ষীরা বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. আরমান হোসেন পিএসসি জানান, হাবিলদার বারেকের নেতৃত্বে সোমবার ভোররাতে বিজিবি’র একটি টহল দল কলারোয়ার মুরারিকাটি এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে চোরাচালানের মালামাল বহনকারী একাধিক নাম্বারের প্লেট লাগানো একটি ট্রাককে আটক করে। তবে ট্রাকের চালক ট্রাকটি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে ভারতীয় থ্রি-পিস, শাড়ি ও চুনা পাথর জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। আটককৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস গোডাউনে জমা দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন