শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

হিজবুল্লাহর ভয়ে তটস্থ ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০২ এএম

লেবাননের প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহর ভয়ে প্রচন্ড তটস্থ হয়ে পড়েছে ইহুদিবাদী দেশ ইসরাইল। এর অন্যতম কারণ হচ্ছে- ভবিষ্যতে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাধলে প্রতিদিন তাদের গড়ে দুই হাজার ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে হবে। ইহুদিবাদী দেশটির সেনাবাহিনী (ইসরাইলি ডিফেন্স ফোর্স-আইডিএফ) স¤প্রতি এ ভবিষ্যৎবাণী করেছেন। আইডিএফের মতে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে কুলিয়ে ওঠতে না পেরে অবশেষে ইসরাইলকে লক্ষ্যবস্তু বানাবে। ইহুদি বসতি আর ইসরাইলি শহরগুলোতে তখন ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়বে হিজবুল্লাহ। আইডিএফ কমান্ডার জেনারেল ওরি গোরডিন এ শতর্কবাণী শোনান। তিনি বলেন, হিজবুল্লাহর কাছে কমপক্ষে দেড় লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র মজুদ আছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরাইলের যে কোনো অবস্থানে হামলা করতে সক্ষম। জেরুজালেম পোস্ট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন