বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শাল্লায় হামলার ঘটনা তদন্ত করতে হবে -পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ৮:৩৫ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আজ এক বিবৃতিতে সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, বাংলাদেশে মাঝে মধ্যেই এমন ঘটনা দেখা যায় এবং সত্য হলো অধিকাংশ ঘটনার সাথে ধর্মের নয় বরং ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থ জড়িত থাকে। কিন্তু সর্বদাই ইসলাম ও ইসলামপন্থিদের দোষারোপ করে বাংলাদেশকে কলঙ্কিত করা হয়। তিনি বলেন, শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা তদন্তে নাগরিক তদন্ত কমিটি গঠন করে প্রকৃত দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংবাদ সম্মেলন মঙ্গলবার : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমন এবং ইউপি নির্বাচন প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আগামী মঙ্গলবার দুপুর ১২টায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে (৫৫/বি, পুরানা পল্টন, ৩য় তলা, নোয়াখালী টাওয়ার) এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন