শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাউজানে স্কুল ছাত্রকে সাপের দংশন!

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ৬:০৪ এএম

রাউজানের হলদিয়া ইউপির এয়াছিন্নগরে খালার বাড়ীতে বেড়াতে আসা এক স্কুল ছাত্রকে সাপে কামড় দিয়েছে। (রবিবার) রাতে এঘটনা ঘটে ইউপির ৭ নং ওয়ার্ডের ফকিরপাড়ায়। স্থানিয়রা জানান, রবিবার সন্দ্যায় মুহাম্মদ জিসাদ আলম (১২) ও তার খালাত ভাই মহিউদ্দিন জিসান(১৪) মিলে পাশের একটি ওরশ শরিফে যায়। ওরশ থেকে বাড়ীতে ফেরার পথে রাত ৮ টার দিকে বাড়ীর অন্ধকার রা¯তায় জিসাদকে ডানপায়ে সাপে কামড় দেয়। চলার পথে আগে আগে ছিল জিসাদ,পিছে ছিল খালাতো ভাই মহিউদ্দিন। জিসাদকে সাপে কামড় দিতেই চিৎকার করে উঠে সে,চিৎকারের শুরুতে খালাতো ভাই মহিউদ্দিন জিসান একটি সাপ চলে যেতে দেখে। খালাতভাই জিসাদকে সাপে কামড় দিয়েছে চিৎকার করতে করতে দোকান ঘরের সামনে গল্প গুজবে থাকা তার বাবা নাজিম উদ্দিন ড্রাইভারকে দোকান ঘরের সামনে থেকে বাড়ীতে নিয়ে আসে মহিউদ্দিন। তিনি ঘরে এসে জিসাদকে দ্রুত রাউজান উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাšতনু পালিত(বিসিএস সাস্থ্য) মুঠো ফোনে জানান ছেলেটি ভাল আছে। আমরা একটি রক্ত পরিক্ষা টেষ্ট করেছি। বড় ধরনের কোন সমস্যা নেই। তিনি আরো বলেন সাপে কাটা রুগী কমপক্ষে ২৪ ঘন্টা অবজারভেশনে রাখতে হয়। ছেলেটির ক্ষেত্রও আমরা তা করছি। এদিকে ছেলেটি রবিবার বিকালেই ডাবুয়া ইউনিয়নের নিজ বাড়ী থেকে এয়াছিন্নগরে খালার বাড়ীতে বেড়াতে গিয়েছিল। ছেলেটি ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র। তার বাবার নাম মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন