নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা বাজারে খালে বাধ দিয়ে ভবন নির্মানের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমাবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার ভূমি মো. বশির গাজী এ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম স্বাধীন হালদার। সে কুড়িয়ানা গ্রামের রনজিৎ হালদারের ছেলে। সে নিজেকে উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক বলে দাবী করেছেন।
নেছারাবাদ সহকারি কমিশনার ভূমি মো. বশির গাজী বলেন, ওই ব্যক্তি খালের ভিতরে বাধ দিয়ে আইন অমান্য করে ইমারত নির্মান করছেন। এজন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে খালের মধ্য দেওয়া বাধ তাকে দ্রুত অপসারনের জন্য বলা হয়েছে। অন্যাথায় আইনত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন