শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ওয়ানডে র‌্যাংকিংয়ে ৬-এ ওঠার হাতছানি

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত বছরের জুলাই থেকে নড়চড় হয়নি ওয়ানডেতে বাংলাদেশের র‌্যাংকিং। ১৪ মাস ধরে যথারীতি ৭ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল। গত নভেম্বরের পর ওয়ানডে ক্রিকেটের বাইরে থাকায় ৬-এ ওঠার প্রতীক্ষাটা বেড়েছে। তবে সে সময়ে র‌্যাংকিংয়ে বাংলাদেশের এক ধাপ উপরে থাকা ইংল্যান্ড পর পর ২টি সিরিজ জিতে এখন অবস্থান করছে ৫-এ। র‌্যাংকিং পয়েন্ট হারানো শ্রীলঙ্কার ঘাড়ে নিশ্বাস ফেলছে এখন বাংলাদেশ। আর মাত্র ৪ পয়েন্ট পেলেই শ্রীলঙ্কাকে টপকে ৬-এ উঠে আসবে বাংলাদেশ। সামনে ২টি হোম সিরিজ থেকে ৪টি পয়েন্ট অর্জনের লক্ষ্য এখন বাংলাদেশ দলের। ওয়ানডে অল রাউন্ডার র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন সাকিব। তবে এদিকে ওয়ানডে ক্রিকেটের বাইরে দীর্ঘদিন থাকায় বোলারদের র‌্যাংকিংয়ে সাকিব নেমে গেছেন তিন থেকে চারে। বোলারদের র‌্যাংকিংয়ে মাশরাফির অবস্থান বর্তমানে ১৫তম। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষ ২০-এ আছেন বাংলাদেশের শুধুই মুশফিকুর রহিম (১৯তম)। তামীম সেখানে ২৫ নম্বরে, সাকিব ৩০ নম্বরে আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন