বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে উপহার দেয়া অ্যাম্বুলেন্সের প্রথম চালান এসেছে বেনাপোলে

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ৬:২৮ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে উপহার দেয়া লাইফ সাপোর্ট সমৃদ্ধ ১০৯টি অ্যাম্বুলেন্সের প্রথম চালান বেনাপোলে এসে পৌঁছেছে। সোমবার দুপুরে বেনাপোল স্থলবন্দরে উপহারের প্রথম অ্যাম্বুলেন্সটি এসে পৌছায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের আগে ও পরে পর্যায়ক্রমে বাকি অ্যাম্বুলেন্সগুলি এসে পৌঁছাবে। ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে।

উত্তরা মোটর্সের কর্মকর্তা জাকারিয়া ইমতিয়াজ জানান, রোববার আসা অ্যাম্বুলেন্সটি বেনাপোল বন্দরের শেডে রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় নেয়া হবে। বাকি ১০৮টি অ্যাম্বুলেন্সও পর্যায়ক্রমে তাদের মাধ্যমে বাংলাদেশে আসবে।

তিনি আরও জানান, উপহার হিসেবে আসা প্রথম অ্যাম্বুলেন্সটিতে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে।

বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো: আজিজুর রহমান জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে আনা অ্যাম্বুলেন্সগুলি বেনাপোলে এসে পৌঁছালে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Towhid ২২ মার্চ, ২০২১, ৯:১৮ পিএম says : 0
It's very funny how killer modi is sending ambulances to Bangladesh. Butcher modi knows that if he comes to Bangladesh then there will be chaos and thousands of people can be injured or hundreds will die. Best thing would be if killer modi don't come to Bangladesh. This will save money and bastard modi can use these ambulances for his own people. In India there's thousands of people infected with covid. So why isn't killer modi helping his own people. Nobody's asking for his ambulances and he should not ever step into Bangladesh
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন