শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সচেতনতামূলক প্রশিক্ষণ তেঁতুলিয়ায়

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও বিপথগামিতা রোধকল্পে যুবকদের জনসচেতনতামূলক ১দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা যুব উন্নয়নের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মো. মকছুদুল কবীর প্রমুখ। জনসচেতনতামূলক বিভিন্ন আলোচনাসহ মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে জীবনের ঐতিহাসিক ভ‚মিকা নিয়ে প্রশিক্ষিত সকল যুবকদের মাঝে তথ্য প্রমাণাদি তুলে ধরা হয়। এছাড়াও বেকার যুবকদের আত্মনির্ভরশীল হওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় যুব উন্নয়নের সকল কর্মকর্তা কর্মচারীসহ শতাধীক প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণে অংশ নেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন