শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেছারাবাদে ভ্রাম্যমাণ আদালতে দন্ড

আইন অমান্য করে ভবন নির্মাণ

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম

নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা বাজারে খালে বাধ দিয়ে ভবন নির্মাণের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী এ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম স্বাধীন হালদার। সে কুড়িয়ানা গ্রামের রনজিৎ হালদারের ছেলে। নিজেকে উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক বলে দাবি করেছে স্বাধীন।
নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী বলেন, ওই ব্যক্তি খালের ভেতরে বাধ দিয়ে আইন অমান্য করে ইমারত নির্মাণ করছেন। এজন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে খালের মধ্যে দেয়া বাধ তাকে দ্রুত অপসারণের জন্য বলা হয়েছে। অন্যথায় আইনত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন