শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন আধিপত্য রুখতে চীন-রাশিয়া বন্ধুত্ব জরুরি

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ৬:৪২ পিএম

মার্কিন আধিপত্য রুখতে পারে চীন রাশিয়া বন্ধুত্ব জরুরি।গত সোমবার ২ দিনের জন্য চীন সফরে যান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ‘সেরগেই ল্যাভরভ। ঠিক ২ দিন আগেই আলাস্কায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসে চীন। মার্কিন ডলারের পরিবর্তে নতুন আন্তর্জাতিক মুদ্রা প্রচলনের তাগিদ দেয়া হয় দুই দেশের বৈঠকে। -গ্লোবাল টাইমস

এদিকে সোমবার চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্টমন্ত্রী ওয়াং ই দক্ষিণ চীনের একটি শহরে রুশ পররাষ্টমন্ত্রীর সঙ্গে দেখা করেন। উভয় দেশের মন্ত্রী সম্মত হন যে, মার্কিন আধিপত্য রুখতে পারে চীন রাশিয়া বন্ধুত্ব জরুরি। আর বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উচিৎ হবে তাদের কৌশল সম্পর্কে পুনরায় চিন্তা করা। বিবৃতিতে আরও বলা হয়, অস্ত্র বিক্রি, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং জাতিসংঘের আন্তর্জাতিক আইনে যুক্তরাষ্টের সচেতন হওয়া উচিৎ। দুই দেশের পররাষ্ট্র প্রধানের বৈঠকে ইরানের নিউক্লিয়ার চুক্তি, আফগান শান্তি চুক্তি, মিয়ানমার পরিস্থিতি, উভয় দেশের মধ্যে আর্ন্তজাতিক বিমান চলাচল, জলবায়ু পরিবর্তন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন