শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মহিলা হকির ফাইনালে বিকেএসপি- নড়াইল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ৭:১৭ পিএম

ওয়ালটন মহিলা ডেভলপমেন্ট স্বাধীনতা কাপ হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে নড়াইল জেলা এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। মঙ্গলবার বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আসরে দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে বিকেএসপি ৭-০ গোলে ঝিনাইদাহ জেলাকে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নেয়। বিজয়ী দলের হয়ে অর্পিতা পাল ও বর্ষা খাতুন দু’টি করে এবং সোনিয়া খাতুন, তারিন আক্তার খুশি ও শিমু আক্তার একটি করে গোল করেন। শেষ চারের দ্বিতীয় ম্যাচে নড়াইল ৩-২ গোলে রাজশাহী জেলাকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। নড়াইলের নমিতা কর্মকার দু’টি ও সঞ্জিতা কর্মকার এক গোল করেন। রাজশাহীর সিতু খাতুন দুই গোল শোধ দেন।

বুধবার টুর্নামেন্টের ফাইনালে বিকেএসপি’র মোকাবিলা করবে নড়াইল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রæপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। ফাইনাল ম্যাচটি এটিএন বাংলা ও টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন