শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আপিল বিভাগে তিন বিচারপতির শপথ আজ

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সুপ্রিমকোর্ট হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেয়া হয়েছে। তিন বিচারপতি হলেন Ñ বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. নিজামুল হক। গতকাল রোববার আইন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এই তিন বিচারক নিয়োগের ফলে আপিল বিভাগের বিচারকের সংখ্যা দাঁড়াল ৯-এ। রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, আজ সোমবার নবনিযুক্ত বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি। সকালে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ প্রধান বিচারপতির সুপারিশে তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন। বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ৬ জন বিচারপতি রয়েছেন। অন্যরা হলেন Ñ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে সর্বশেষ ২০১৩ সালের ২৮ মার্চ একসঙ্গে চারজনকে আপিল বিভাগে নিয়োগ দেয়া হয়েছিল। তাদের মধ্যে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ছাড়া বাকি তিনজন ইতোমধ্যে অবসরে গেছেন। সর্বশেষ গত অক্টোবরে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী আপিল বিভাগ থেকে অবসরে যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন