মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বান্দরবনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য জাপানের সহায়তা প্রদাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ৬:১১ পিএম

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি (বামে) ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি কোরভি রাকশান্দ ধ্রুব।


জাপান সরকার গ্র্যাস-রুটস্ হিউম্যান সিকিউরিটি প্রোজেক্ট (জিজিএইচএসপি)-এর অধীনে জাগো ফাউন্ডেশন ট্রাস্টের (জাগো) অনুদান বর্ধিত করেছে। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ২০ লাখ টাকা।

‘বান্দরবন জেলার শিক্ষক/শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জন্য বাস যোগাযোগ ব্যবস্থা’ প্রকল্পের জন্য জাগো এই অনুদান অর্জন করেছে। ২০০৭ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি জাগো নিম্নবিত্ত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি এবং যুব বিকাশে সেচ্ছা সেবকদের মধ্যে যুব কার্যক্রম প্রচার করে আসছে। ‘জিজিএইচএসপি’ অনুদানের সহায়তায় জাগো বান্দরবন জেলার শিক্ষক/শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জন্য দূরবর্তী অবস্থান হতে বাস যোগে স্কুলে যাতায়াতের জন্য সহায়তা প্রদান করে।

জাপান সরকার ১৯৮৯ সাল থেকে তৃণমূল পর্যায়ের মানুষের আর্থ-সামাজিত নিরাপত্তা উন্নয়নের জন্য ‘গ্র্যান্ট অ্যাসিসট্যান্স ফর গ্র্যাস-রুটস্ হিউম্যান সিকিউরিটি প্রোজেক্ট’ (জিজিএইচএসপি)-এর মাধ্যমে ১৯৯টি এনজিও প্রকল্পে অর্থায়ন করেছে। ইতিমধ্যে এই স্কিমের আওতায় বাংলাদেশে কর্মরত বিভিন্ন এনজিওকে সর্বমোট প্রায় ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন