শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গফরগাঁওয়ে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মো. আতিকুল্লাহ, গফরগাঁও (ময়মনসিংহ) থেকে

এবার কোরবানীর পশুর হাটে তেজিভাব লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ ময়মনসিংহের ঐহিত্যবাহী গরু হাটা গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারে জমে উঠেছে বেচা-কেনা। গফরগাঁও পৌর শহরসহ ছোট-বড় বেশ কয়েকটি হাটে এবার তুলনামূলকভাবে ক্রেতা বিক্রেতাদের ভিড় বেড়েই চলছে। গতবারের চেয়ে এবার দামও বেড়েছে। গফরগাঁও উপজেলার সালটিয়া, পালের বাজার, গাভীশিমূল বাজার, কান্দিপাড়া, দত্তেরবাজার, শিবগঞ্জ বাজার, রসুলপুর আমরীতলা বাজার ও গয়েশপুর বাজারসহ আশেপাশের উপজেলা ও চরাঞ্চল থেকে প্রচুর গরু-ছাগল উঠে। নামকরা বাজারগুলোতে পাইকাররা দূর-দূরান্ত থেকেও গরু আমদানি হয়। গফরগাঁও পৌরসভার সালটিয়া বাজারে গরু কিনতে আসা সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান সোহেল জানান, গরুর দামের সাথে এবার ক্রেতার সংখ্যাও বেড়েছে। ২০ হাজার টাকা থেকে লাখ টাকা দামের গরু বাজারে উঠেছে। অনেক দর দাম করলেও গরু কেনা যাচ্ছে না। ঈদের বাজারে গত সোমবার প্রচুর গরু-ছাগল ওঠে। সাধারণ মানুষ দামের কারণে গরু কিনতে না পেরে শেয়ারে গরু কিনছে। এবার শেয়ারে কোরবানি দেয়ার কথা জানান উস্থি ইউনিয়নের কাতিয়াপাড়া গ্রামের মো. তাইজুউদ্দিন। কোরবানি হাট ছাড়াও ঈদের মার্কেটিং জমজমাট হয়ে উঠেছে। একদিকে চলছে ঈদের আমেজ অন্যদিকে সাধারণ নিম্নবিত্ত শ্রেণির মানুষ ঈদ করতে পারবে কিনা এ নিয়ে সংশয়ে রয়েছে। অনেকেই ঋণ বা সুদে টাকা খুঁজছেন। গফরগাঁও উপজেলার বিভিন্ন এলাকার চাকরিজীবী, ব্যবসায়ী ও বিত্তশালী কৃষক এবং প্রবাসীরা পশুর হাটে ভিড় জমালে ও সাধারণ মানুষের টার্গেট খাসি ক্রয় করার জন্য। তবে এবারে ঈদ হচ্ছে নির্বাচনী কোরবানীর ঈদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন