শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

শিশুপার্কের বেহাল অবস্থা

চি ঠি প ত্র

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশে বিশেষত শহরগুলোতে শিশুদের বিনোদনের ব্যবস্থা তেমন একটা নেই, এ কথা মোটাদাগে বলাই যায়। শিশু পার্ক যেগুলো আছে সেগুলোতে ছোটদের চেয়ে বড়দের আনাগোনাই বেশি। শিশুদের নিয়ে ঘুরতে যাওয়ার নানা ব্যবস্থা রয়েছে। প্রয়োজনের তুলনায় কম হলেও শিশুপার্কের পাশাপাশি বড় বড় শপিং মলগুলোতে রয়েছে শিশুদের জন্য আলাদা বিনোদন পার্ক। সারাদেশে এরকম অসংখ্য পার্ক রয়েছে। কিন্তু রাজধানীর তুলনায় কম গুরুত্বপূর্ণ শহরগুলোতে শিশুদের জন্য ঘরের বাইরে চিত্তবিনোদনের ব্যবস্থা বলতে শুধু শিশু পার্ক। শিশুপার্ক গুলোতে শিশুদের নানা রাইড রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহার অনুপোযোগী হয়ে পড়লেও দর্শনার্থীর তেমন একটা অভাব হয় না। ইদানিং আবার তরুণ-তরুণীদের আনাগোনা সেখানে বেশি। জোড়ায় জোড়ায় বসে তাদেরকে পার্কের নানা স্থানে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা যায়। শিশু পার্কে শিশুদের সামনেই তাদের অতিঘনিষ্ঠ হওয়ার দৃশ্য দৃষ্টিকটু বটে! কিন্তু পার্ক কতৃপক্ষ যেন চোখ থাকতেও অন্ধ। পার্কগুলো নামে শিশু পার্ক হলেও সেটি যে আসলে এক একটি ‘ডেটিং স্পট’ হয়ে উঠেছে। তাই, অভিভাবকরা সেসব পার্কে না যাওয়াকেই শ্রেয় মনে করেন। ফলে বঞ্চিত হয় শিশুরা। এ ব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শাকিবুল হাসান
শিক্ষার্থী, বরেন্দ্র কলেজ রাজশাহ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন