শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দুঃসাহসিকদের আকর্ষণ সিয়াচেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ১২:০২ এএম

লাদাখের সিয়াচেন হিমাবহ একটি বিতর্কিত এলাকা। ভারত-পাকিস্তান দুই দেশেই এর মালিকানা দাবি করে। পর্যটকদের জন্য উন্মুক্ত করার এই প্রস্তাব পাস হলে ভারত ছাড়াও সারাবিশ্বের দুঃসাহসিক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে সিয়াচেন। সিয়াচেন হিমবাহ মেরু অঞ্চলের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ। লাদাখে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র ২৪,০০০ ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে, যেখানে শীতকালে তাপমাত্রা নিয়মিতভাবে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। ২০১৯ সালের অক্টোবরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেন, সমুদ্রপৃষ্ঠ থেকে ১১,০০০ ফুট উচ্চতায় সিয়াচেন হিমবাহের বেজ ক্যাম্প কুমার পোস্ট পর্যন্ত, যা ১৫,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এ নিয়ে লাদাখের নেতারা দিল্লিতে রাজনাথের সঙ্গে একটি বৈঠক করেন, যেখানে পর্যটকদের জন্য সিয়াচেন হিমবাহ খুলে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। প্রতিনিধি দলটি দাবি করেছে, সিয়াচেন হিমবাহের পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর অন্যান্য সীমান্ত এলাকাও পর্যটকদের জন্য খুলে দেওয়া উচিত। কারণ অনেক ব্যক্তি সামনের এলাকা পরিদর্শন করতে আগ্রহী। প্রতিরক্ষা মন্ত্রী প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন যে পর্যটকদের জন্য যে সব এলাকা খোলা যাবে তা নিয়ে আলোচনা করা হবে। ২০১৯ সালে যখন ভারত ঘোষণা করে যে সিয়াচেন হিমবাহের বেজ ক্যাম্প পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে, তখন পাকিস্তান আপত্তি জানিয়েছিল। ডেইলি এক্সেলসিয়র।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন