বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘দুর্নীতি বন্ধ না হলে সুফল মিলবে না উন্নয়নের’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহসূফী মাওলানা সৈয়্যদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, বিগত দশকে বিভিন্ন সূচকে বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। বিশেষত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন ও তথ্য-প্রযুক্তি বিষয়ে সফলতা দৃশ্যমান। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করার স্বপ্ন দেখছে জাতি। তবে দুর্নীতি বন্ধ না হলে জনগণ এসব উন্নয়নের সুফল পাবে না।

মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা থানার সেনচরে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম, জাজিরা থানা আয়োজিত সুন্নি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন মাওলানা মুফতি বাকী বিল্লাহ আল-আজহারী, মাওলানা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী মাইজভান্ডারী, মাওলানা রুহুল আমিন ভুইয়া চাঁদপুরী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন