রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজাপুরে ১ জন চেয়ারম্যান, ১ জন সংরক্ষিত মহিলা, ৩ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ১১:০৪ পিএম

ঝালকাঠির রাজাপুরে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আজ ২৪ মার্চ বিকাল ৫ ঘটিকায় শেষ হয়। দিনব্যাপী ৬ ইউনিয়নের বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রত্যাহার শেষে ১জন চেয়ারম্যান, ১ জন সংরক্ষিত মহিলা, ০৩ জন সাধারণ সদস্যদের পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই বলে জানান - উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু ইউসুফ।

চেয়ারম্যান পদে ২০জন বৈধ প্রার্থীর মধ্যে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫ জন বৈধ প্রার্থীর ৫ জন, সাধারণ সদস্য পদে ২২২ জন বৈধ প্রার্থীর মধ্যে ২৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

উপজেলার ৬ ইউনিয়নের ১নং সাতুরিয়া ইউনিয়নে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মাইনুল হায়দার, স্বতন্ত্র প্রার্থী(বিদ্রোহী) সিদ্দিকুর রহমান, হাতপাখার প্রার্থী নুরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ১০ জন এবং সদস্য পদে ৪১ জন মনোনয়ন বৈধ ১ জন প্রত্যাহার করেন।

২নং শুক্তাগড় ইউনিয়নে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিউটি সিকদার, স্বতন্ত্র (বিদ্রোহী)শাহিন মৃধা, হাতপাখার প্রার্থী আমির হোসেন মনোনয়ন বৈধ।কেহ প্রত্যাহার করেননি।সংরক্ষিত নারী আসনে ১০ জন সবই বৈধ,এবং সাধারন সদস্য পদে ৩৬ জন বৈধ প্রার্থীর মধ্যে ৪ জন প্রত্যাহার করেন।

৩নং রাজাপুর সদর ইউনিয়নে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম, স্বতন্ত্র (বিদ্রোহী)আনোয়ার হোসেন মজিবুর মৃধা, হাতপাখার প্রার্থী আল আমিন রুমান বৈধ প্রার্থী।এর মধ্যে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আনোয়ার হোসেন মজিবুর মৃধা মনোনয়ন প্রত্যাহার করেন, ও সংরক্ষিত নারী আসনে ১১ জন বৈধ প্রার্থীর মধ্যে ১জন এবং সাধারন সদস্য পদে ৩৫জন বৈধ প্রার্থীর মধ্যে ৫জন মনোনয়ন প্রত্যাহার করেন।

৪নং গালুয়া ইউনিয়নে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া পারভেজ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়, স্বতন্ত্র (বিদ্রোহী)জহিরুল হক গাজি ওরফে পিনু গাজী, হাতপাখার প্রার্থী আল আমিন খান বৈধ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ও সংরক্ষিত নারী আসনে ১০ জন বৈধ প্রার্থীর মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহার করলে (৭,৮,৯) ওয়ার্ডের কানুদাসকাঠীর রুমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এবং সদস্য পদে ৪০ জন বৈধ প্রার্থীর মধ্যে ১২ জন মনোনয়ন প্রত্যাহার করায় ২নং ওয়ার্ডে মোঃ মোস্তফা জামাল, ৮নং ওয়ার্ডের মোঃ মনির হোসেন ও ৯ নং ওয়ার্ডের মোঃ ইসমাইল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

৫নং বড়ইয়া ইউনিয়নে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দিন হাওলাদার, স্বতন্ত্র খলিলুর রহমান মোল্লা, স্বতন্ত্র জাহিদুল আবেদিন, হাতপাখার প্রার্থী কেএম জাহাঙ্গীর হোসেন সহ ৪ জনের বৈধ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান মোল্লা মনোনয়ন প্রত্যাহার করেন । সংরক্ষিত নারী আসনে ১০ জন বৈধ প্রার্থীর মধ্যে ২ জন মনোনয়ন প্রত্যাহার করেন এবং সদস্য পদে ৩৫ জন বৈধ প্রার্থীর মধ্যে ১ জন প্রত্যাহার করেন।।

৬ নং মঠবাড়ি ইউনিয়নে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ জালাল হাওলাদার, স্বতন্ত্র (বিদ্রোহী)মোস্তফা কামাল সিকদার, স্বতন্ত্র আব্দুর রব, হাতপাখার প্রার্থী ফজলে আলী বৈধ প্রার্থীরা কেহ মনোনয়ন প্রত্যাহার করেননি ও সংরক্ষিত নারী আসনে ১৪জন বৈধ প্রার্থীর ১জন , এবং সাধারন সদস্য পদে ৩৫ জন বৈধ প্রার্থীর মধ্যে একজন প্রত্যাহার করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু ইউসুফ জানান, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে জমাকৃত মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ সন্ধ্যা ৭ টায় নির্বাচন অফিসে ৪ জন চেয়ারম্যান, ৫ জন সংরক্ষিত মহিলা, ২৪ জন সাধারণ সদস্যদের নাম এর প্রার্থিতা প্রত্যাহার ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু ইউসুফ। এ সময় প্রার্থীরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন