শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শ্রীলঙ্কা ম্যালেরিয়া মুক্ত ঘোষণা

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শ্রীলঙ্কাকে ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে। এক বিবৃতিতে দেশটির এই অর্জনকে অসাধারণ বলে উল্লেখ করা হয়েছে সংস্থাটির এক প্রতিবেদনে। শ্রীলঙ্কায় গত সাড়ে তিন বছরে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার একটি ঘটনাও চোখে পড়েনি। এর ফলশ্রুতিতে আসলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণা।
সংস্থাটির আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্র পালসিং এক বিবৃতিতে বলেন, বিংশ শতকের মাঝামাঝি সময়েও শ্রীলঙ্কা ছিল সবচেয়ে বেশি ম্যালেরিয়া উপদ্রুত অঞ্চলগুলোর একটি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ম্যালেরিয়া-বিরোধী অভিযানে শ্রীলঙ্কার সাফল্যের কারণ হলোÑতারা কেবল মশাকে লক্ষ্য করেই তা চালায়নি, বরং ম্যালেরিয়ার জীবাণুকে লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীলঙ্কার এই অর্জন সত্যিই অসাধারণ। ম্যালেরিয়া যেন পুনরায় ফিরে আসতে না পারে, সেজন্যও দেশব্যাপী সতর্কতামূলক
অভিযান চালাচ্ছে শ্রীলঙ্কার স্থানীয় কর্তৃপক্ষ। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন