শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আদালতে আনোয়ারের সমর্থনে মাহাথির

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দীর্ঘ দেড় যুগ পর সাক্ষাৎ হলো একসময়ের মালয়েশিয়ার রাজনীতির দুই প্রাণপুরুষ মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের। এটা নতুন কোনো সমীকরণ কি না তা ভাবছেন বিশ্লেষকদের কেউ কেউ। গত সোমবার একটি আইনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করতে আদালতে আসেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দী আনোয়ার ইব্রাহিম। আর তাকে সমর্থন জানাতে আদালত চত্বরে আসেন দেশটের সাবেক প্রধানমন্ত্রী এবং আধুনিক মালয়েশিয়ার সফল রূপকার মাহাথির মোহাম্মদ।
আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ও তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পিকেআরের প্রেসিডেন্ট ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল দুই নেতার সাক্ষাতের একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ১৮ বছর ৩ দিন পর দুই নেতার সাক্ষাৎ। মাহাথির সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন আনোয়ার ইব্রাহিম। কিন্তু দীর্ঘদিন একসাথে রাজনীতি করা এই দুই নেতার মধ্যে পরে দূরত্ব সৃষ্টি হয়। মতবিরোধের জেরে ১৯৯৮ সালে আনোয়ার ইব্রাহিমকে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন মাহাথির। একপর্যায়ে দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগে তাকে ছয় বছরের কারাদ- দেয় মাহাথির সরকার। পরে রাজনীতিতে সক্রিয় হলেও ২০১৫ সালে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সরকার আনোয়ার ইব্রাহিমকে একটি মামলায় পাঁচ বছরের কারাদ- দেয়। কারাবন্দী অবস্থায়ই মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ আইন-২০১৬-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করতে আদালতের শরণাপন্ন হন আনোয়ার ইব্রাহিম। ওই আইনটি পাস করে প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিজের ক্ষমতা বৃদ্ধি করেছেন বলে অভিযোগ রয়েছে। সূত্র : নিউজ এশিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন