বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গত ১ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাবের ১৬ নং পৃষ্ঠায় ‘সিঙ্গাপুর শ্রমবাজার অস্থিতিশীল করতে একটি চক্র তৎপর’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ করেছে ভিক্টর লী সিওং কী। প্রতিষ্ঠানের পাঠানো এক প্রতিবাদে বলা হয়েছে, প্রতিবেদক তার প্রতিবেদনে বলেছেন, ‘বিলুপ্ত কোম্পানির মাধ্যমে কর্মী প্রেরণের চেষ্টা : মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সাথে দফায় দফায় বৈঠক’ এ তথ্য সঠিক নয়। প্রকৃত বিষয় হচ্ছে, প্রগ্রেসিভ টেস্ট সেন্টার প্রাইভেট লিমিটেড কোম্পানিটি যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে বিলুপ্ত হয়নি। উচ্চ আদালতের নির্দেশে এ কোম্পানির কার্যক্রম চলমান রয়েছে। একটি ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে কোম্পানিটির নিবন্ধন কেটে দেয়া হয়েছিল, যা ২০১২ সালের ৮ মে গেজেট নোটিশ আকারে প্রকাশিত হয়। এ বিষয়টি অবগত হওয়ার পর কোম্পানি নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে কোম্পানি আইনে মামলা দায়ের করে। মামলা নং-১৪১/২০১৪। শুনানি শেষে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: রেজাউল হাসান কোম্পানির নিবন্ধন বাতিল করে প্রকাশিত গেজেটের কার্যকারিতা স্থগিত করে আদেশ দেন। আদালতের এ আদেশের বিষয়টি ১৩ মে ২০১৪ সালে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশীদের বিষয়ে প্রতিবেদনে যা বলা হয়েছে তা সঠিক নয় বলে দাবি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন