শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ ইমরানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৪:০৩ পিএম

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে পাকিস্তান দিবস উপলক্ষে গত ২৪ মার্চ ইমরান খানকে চিঠি দিয়েছিলেন শেখ হাসিনা

শুকবার শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে ইমরান খান তাকে সফরের আমন্ত্রণ জানান। চিঠিটি নিজেদের ভেরিফায়েড ফেইসবুক পেজে পোস্ট করেছে পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ। চিঠিতে ইমরান খান বলেন, ‘আমি ও আমার সরকার এবং পাকিস্তানের জনগণের পক্ষ থেকে গণপ্রজাতরন্ত্রী বাংলদেশের ৫০তম বার্ষিকীতে অভিনন্দন জানাতে পেরে আন্তরিকভাবে আনন্দিত।’ তিনি বলেন, ‘প্রয়াত প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের স্মরণে আয়োজিত শতবর্ষের অনুষ্ঠান গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিচ্ছবি, যার ফলে তিনি বাংলাদেশের জনগণের কাছে সম্মানজনক স্থানে রয়েছেন।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান বাংলাদেশের সঙ্গে তার ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে, যা এই অঞ্চলে এবং এর আশেপাশের অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা এবং টেকসই সমৃদ্ধি উন্নয়নের লক্ষ্যে অংশীদারিত্বমূলক ইতিহাস, অভিন্ন ধর্ম এবং একই স্বার্থের ওপর ভিত্তি করে রচিত।’ তিনি বলেন, ‘ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশের সঙ্গে আমরা আমাদের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নতুন করে গড়ে তুলতে চাই। কারণ আমরা বিশ্বাস করি যে, আমাদের দুই দেশের মানুষের ভাগ্য একই সঙ্গে জড়িত।’

ইমরান খান বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রীকে যত দ্রুত সম্ভব পাকিস্তান সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বিশ্বাস করি, এর ফলে আমাদের ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্কের মাঝে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং ভ্রাতৃত্বপ্রতিম বাংলাদেশিদের সমৃদ্ধি কামনা করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন