শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লাল-সবুজে সেজেছে জনে জনে ফেসবুক প্রোফাইল

আবদুল মোমিন | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৬:৩২ পিএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ভিন্নরূপে সেজেছে ডিজিটাল দুনিয়া। মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাসছে শুভেচ্ছা ও অভিনন্দন বন্নায়। জনে জনে ফেসবুক প্রোফাইল সেজেছে লাল-সবুজের দৃষ্টিনন্দন পতাকায়। মনোমুগ্ধকর ডিজাইন আর অভিনন্দন বার্তা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বানানো হয়েছে এসব প্রোফাইল ছবি। যা নজর কেড়েছে নেটিজেনদের।

লাল-সবুজের এসব নকশায় যেন ফুটে উঠেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের পতাকা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময়ে মেতে ওঠেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

জৈষ্ঠ্য সাংবাদিক, কলামিস্ট ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেছেন, ‘‘হয়তো অনেক কিছুই প্রত্যাশা ছিল কিন্তু পাইনি। হয়তো অনেক সম্ভাবনা সম্ভব হয়নি, অনেক স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু যা পেয়েছি তা নেহায়েত কম নয়। তলাবিহীন ঝুড়ি ভেঙে পড়েনি বরং তলা মেরামত করে শক্ত ভিতের উপর মাথা উঁচু করে দাঁড়িয়েছে ৫০ বছরে। তাই আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। এই কৃতিত্ব বাংলার মেহনতী মানুষের। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সকল বীর শহীদ, মুক্তিযোদ্ধা কে, মুক্তিযুদ্ধে সহায়তাকারীদেরকে, এবং ৫০ বছর বিনির্মাণের সৈনিক এদেশের মেহনতী মানুষকে জানাই সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা। সবাই সুবর্ণজয়ন্তী উদযাপন করুন ঘরে থেকে, নিরাপদে থেকে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্য সতর্কতা মেনে চলুন।’’

ফেসবুকে নাজমুল হাসান লিখেছেন, ‘‘সকল প্রতিকূলতা বাঁধার প্রাচীর ভেঙে, সকল ষড়যন্ত্র অতিক্রম করে এগিয়ে যাক বাংলাদেশ। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’’

জাহিদ আহমেদ লিখেছেন, ‘‘বিশ্ব দরবারে মাথা উঁচু করে, চির বিস্ময়ে, উন্নত শিরে মুক্ত, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ আজ অদম্য, অপ্রতিরোধ্য। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কোটি হৃদয়ে, আবেগে নতুন করে আবার উচ্চারিত হোক, কোটি কণ্ঠে আবার গেয়ে উঠি- "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"। স্বাধীনতার ৫০ বছরের এই নতুন ভোরে, নতুন করে জেগে উঠি বিশ্বাসে।’’

শুভেচ্ছা জানিয়ে নিদরাফ আহামেদ শাহীন লিখেছেন, ‘‘মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।শ্রদ্ধা ও ভালোবাসা জানাই(মুক্তিযোদ্ধাদের) যাদের আত্নত্যাগের ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। পরম শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আসুন আমরা সকলে স্বদেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারের শীর্ষে নিয়ে যাই।’’

মোঃ বিল্লাল হোসেন লিখেছেন, ‘‘২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং স্বাধীন সোনার বাংলার সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন