বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ-রেলস্টেশনে অগ্নিসংযোগ

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৬:৪৯ পিএম

চট্টগ্রাম ও ঢাকার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়ায়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রদের ওপর হামলার খবরে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করছেন মাদ্রাসা ছাত্ররা।

শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে শহরের বিভিন্নস্থানে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ শুরু হয়। লাঠিসোঠা নিয়ে তারা শহরের প্রধান সড়কের টিএরোড,কুমারশীল মোড় এবং ভাদুঘরে কুমিল্লা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এর তারা শহরে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ থেকে ছাত্ররা বিভিন্ন জায়গায় ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়।

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার একজন শিক্ষক মাওলানা আবদুল হক জানান, হাটহাজারীতে মাদ্রাসা ছাত্র মারা গেছে এই খবরে শহরের প্রধান সড়ক এবং কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবশ্য স্বাভাবিক হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন