বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিশৃংখলা ঠেকাতে সর্তক অবস্থানে সিলেটে র‌্যাব, পুলিশ ও বিজিবি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ৩:০৯ পিএম

সারা দেশে চলছে হেফাজত ইসলামের বিক্ষোভ আজ । কাল হরতাল ডেকেছে হেফাজত। তবে সিলেটে বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি। ইতোমধ্যে র‌্যাব, পুলিশ বিজিবির টহল করা হয়েছে জোরদার। আজ শনিবার সকাল থেকে দিতে দেখা গেছে নগরীর কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, সুবিদবাজার, আম্বরখানা, শাহীঈদগাহ, টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার ও উপশহর সহ বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীকে মহড়ার চিত্র । গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকায় বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশৃঙ্খলা কিংবা নাশকতা যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য নগরীতে র‌্যাব ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে । একই সাথে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। সূত্র জানিয়েছে, আগামী কয়েকদিন নগরীতে নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন