বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিজিবির সঙ্গে সংঘর্ষে নিহত ৫, পুলিশসহ আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ৮:০৮ পিএম | আপডেট : ৮:৩৯ পিএম, ২৭ মার্চ, ২০২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া রণক্ষেত্রে পরিণত হয়েছে। জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ৫ জন। পুলিশসহ আহত হয়েছে অর্ধশত।

শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে কয়েক হাজার বিক্ষোভকারী মহাসড়কে অবস্থান করে। এসময় পুলিশ-বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে সেখানে উত্তেজনা দেখা দেয়। তখন ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নুরুস শামস সাংবাদিকদের জানিয়েছেন এখন পর্যন্ত আমরা ৫জনকে মৃত ঘোষণা করেছি। তবে এক জনের নাম এখনো জানা যায়নি।

নিহতরা হলেন নন্দনপুর হারিয়অ গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে ওয়ার্কশপের দোকানী জুরু আলম (৩৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দাবিড় মিয়ার ছেলে শ্রমিক বাদল মিয়া (২৪) ও ব্রাহ্মণবাড়িয়া বারিউড়া মৈন্দ গ্রামের জুরু আলীর ছেলে সুজন মিয়া (২২) এবং বুধলের আলী আহমদের ছেলে প্লাম্বার শ্রমিক কাউসার (২৫)
তাদের হাসপাতালে আনা হলে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন মৃত ঘোষণা করেন। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়।

এদিকে, বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোড দিয়ে আওয়ামীলীগের একটি র‌্যালী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এলাকা অতিক্রম করার সময় পেছন দিক থেকে মাদ্রাসার কয়েকজন ছাত্রকে ধাওয়া করে। এসময় ছাত্ররাও পাল্টা ধাওয়া দেয়। তখন অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কিছুক্ষণ পর কান্দিপাড়া মসজিদ থেকে মাদ্রাসাকে রক্ষার জন্য মসজিদের মাইক থেকে ঘোষণা দেয়া হলে হাজার হাজার লোক রাস্তায় নেমে পড়ে। তখন ছাত্রলীগ কর্মীরা পিছু হটে। ক্ষুব্ধ লোকজন প্রধান সড়ক অবরোধ করে রাস্তায় আগুন ধরিয়ে দেয় এবং যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এসময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে বিজিবি সদস্য ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদ্রাসা এলাকায় থেমে থেমে পুলিশের সাথে সংঘর্ষ চলছিল।

অন্যদিকে সরাইল উপজেলায় স্থানীয়দের বের করা বিক্ষোভ মিছিল থেকে পুলিশ ক্যাম্পে হামলা চালানো হয়েছে। এতে ক্যাম্পে থাকা ২৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ অন্তত ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও ১৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, বিক্ষোভ মিছিল থেকে হঠাৎ করে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় আলী আহমেদের ছেলে কাউসার মিয়া, সাইদ মিয়ার ছেলে নুরুল আমিন (৩৫), আব্দুল সাত্তারের ছেলে বাছির মিয়া (২৮), আবদুল হোসেনের ছেলে ছাদের মিয়া (৩৫) হাসপাতালে আনা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
Mahfuzur Rahman ২৭ মার্চ, ২০২১, ৯:১২ পিএম says : 0
May Allah SWT give the deceased the status of Shaheed. The oppressor surely meet their consequences
Total Reply(1)
২৭ মার্চ, ২০২১, ১১:২৭ পিএম says : 0
মোঃ দুলাল মিয়া ২৭ মার্চ, ২০২১, ৯:১২ পিএম says : 0
আমরা কি এক নায়ক রাষটে বাস করিতেছি যে অধিকারের জন্য বললেই গুলি করবে
Total Reply(1)
২৭ মার্চ, ২০২১, ১১:২৭ পিএম says : 0
Monirkobiraz ২৭ মার্চ, ২০২১, ৯:২০ পিএম says : 0
জোসের সাথে হুস থেকে প্রতিরোধ করতে হবে।
Total Reply(0)
Akkas bin abdul hakim ২৭ মার্চ, ২০২১, ৯:২০ পিএম says : 0
পুলিশরাই এখন রাষ্ট্রের হর্তাকর্তা। পুলিশ এখন সন্ত্রাসী ভাষায় কথা বলে। সরকারের উচিত পুলিশকে মাথা থেকে নামানো। সবশেষে শহীদদের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ যেন তাদের সকল গুনাহ মাফ করে বেহেশ্ত নসিব করেন ।আমিন
Total Reply(0)
Tareq Sabur ২৭ মার্চ, ২০২১, ৯:৩৪ পিএম says : 0
মোদী ভাল করেই জানে এখন বাংলাদেশের মানুষ তাকে কত ঘৃনা করে আর ভারতকে কোন চোখে দেখে।
Total Reply(0)
SALAH UDDIN ২৭ মার্চ, ২০২১, ৯:৪১ পিএম says : 0
চলুন আগামীকাল এর উচিত জবাব দেই
Total Reply(0)
হেলাল উদ্দিন ২৭ মার্চ, ২০২১, ৯:৪৪ পিএম says : 0
আওয়ামী সন্ত্রাসী আর... পুলিশের স্থান জাহান্নামেও হবে না।
Total Reply(0)
Mohammad Abdullah ২৭ মার্চ, ২০২১, ১০:৪১ পিএম says : 0
মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাদের আল্লাহ।
Total Reply(0)
মোঃ সুইট আহমেদ ২৭ মার্চ, ২০২১, ১১:১৭ পিএম says : 0
যারা করেছেন সবাই কে ধন্যনাদ হক কথা বলার জন্য
Total Reply(0)
সাদমান ২৭ মার্চ, ২০২১, ১১:২৩ পিএম says : 0
আল্লাহ তুমি আমার ভাইদের রক্ষা করো। ইনকিলাব কে বলবো ভাই আপনারা ভিডিও করে একটু দেখার সুযোগ করে দিন।।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন