বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কায়রোতে বহুতল ভবন ধসে নিহত ৫, আহত ২৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ৯:০৮ পিএম

সম্প্রতি মিসরের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৩২ জন নিহত ও অন্তত ৬০ জনের বেশি আহত হয়েছেন। এর রেশ না কাটতেই আজ শনিবার দেশটির রাজধানী কায়রোতে একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ধসে পাঁচজন নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছে। শনিবার (২৭ মার্চ) ভোরে ওই ভবন ধসের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ তলা ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। এরই মধ্যে উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবন ধসের এলাকা ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ।

এছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কি কারণে ভবন ধসের ঘটনা ঘটেছে জানা না গেলেও প্রাথমিক তদন্তে ভবন নির্মাণে ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছেন কায়রো সিটি কর্পোরেশনের নির্মাণ বিষয়ক কর্মকর্তা।

কায়রোর গভর্নর খালিদ আবদেল-আল জানিয়েছেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে ২৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আটকে পড়া বাকিদের উদ্ধারে অভিযান চলছে। সূত্র: আল-জাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন