শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাউজানে হরতাল পালিত হয়নি!

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৫:০৫ পিএম

চট্টগ্রামের রাউজানে হেফাজতে ইসলামের ডাকা হরতাল পালিত হয়নি। রাউজানের প্রতিটি সড়কে যানবাহন চলাচল করেছে প্রতিদিনের মত। এছাড়া চট্টগ্রাম রাঙ্গামাটি ও চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজান অংশে স্বাভাবিক গাড়ি চলাচল করেছে। অফিস আদালত ব্যাংক বিমা হাটবাজার যথানিয়মে চলেছে। উপজেলা মাঠে আয়োজিত উন্নয়ন মেলায় উপচে পড়া ভীড় ছিল। উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুল নগরেরর বাসা থেকে এসে প্রতিদিনের মত অফিস করেছেন রবিবারও। পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ পৌর কার্যালয়ে দাপ্তরিক কাজ করেছেন সকাল ১০ টা হতে। হেফাজতের হরতাল ছাড়াও আগেরকার দেশ ব্যাপি বিএনপি জমাত জোটের হরতালের সময় রাউজানে হরতাল পালিত হতোনা। রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর ঘোষনা ছিল রাউজানে কাউকে হরতাল করতে দেওয়া হবেনা। সে অনুযায়ী উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সকাল থেকে মুন্সিরঘাটা এলাকায় অবস্থান নেয়। এর আগে শনিবার বিকালে রাঙ্গামাটি সড়কে দেশ ব্যাপি হেফাজতের তান্ডব বিরোধী মিসিল করে সরকার দলীয় নেতৃবৃন্দ সহ সাধারন জনসাধারণ। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে সরেজমিন ঘুরে দেখা গেছে সড়কে যানবাহন চলছে। এদিকে সদর¯ত জলিলনগর,মুন্সিরঘাটা,গহিরা চৌমহুনী,পথেরহাট,জিয়াবাজার,পাহাড়তলি, আমিরহাট সহ বিভিন্ন বাজারের দোকানপাটে স্ববাভাবিক কেনা বেচা চলছে। মুন্সিরঘাটা সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন