শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রেকর্ড পরিমাণ ঋণ নিচ্ছে জার্মানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

কভিড-১৯ মহামারিজনিত মন্দা কাটিয়ে উঠতে বিপুল পরিমাণ ঋণ নেবে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি। চলতি বছর ২৮ হাজার ৪০০ কোটি ডলার ঋণ নেয়া হবে বলে জানিয়েছে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মন্ত্রিসভা। ঋণের এ পরিমাণ সরকারের প্রাথমিক পরিকল্পনার তিন গুণ। খবর এএফপি। ২০২০ সালে দেশটি অর্থনৈতিকভাবে যে মন্দার কবলে পড়েছে, তা কাটিয়ে উঠতে বেশ বড় অংকের ঋণ নিতে হবে বলে খবর পাওয়া গিয়েছিল। এখন এ ঋণের পরিমাণ দেশটির পার্লামেন্টের অনুমোদন পেতে হবে। জার্মান অর্থমন্ত্রী ওলাফ শল’জ বলেন, মহামারির যে প্রভাব আর্থিক খাতে পড়েছে, তা কাটিয়ে উঠতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, সেটুকুই ঋণ হিসেবে নেয়া হচ্ছে। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটি বিভিন্ন খাতে ১১ হাজার ৪০০ কোটি ইউরোরও বেশি অর্থসহায়তা দিয়েছে। গ্যারান্টি লোন, সরাসরি সহায়তা ও স্বল্প কর্মঘণ্টা স্কিমে এসব সহায়তা দেয়া হয়। কিন্তু এখনো জার্মান অর্থনীতিতে ২৫ হাজার কোটি ইউরোর সংকট রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জার্মান ইকোনমিক ইনস্টিটিউট। এখন করোনা মহামারির তৃতীয় ঝড় মোকাবেলা করছে জার্মানি। সংক্রমণ বৃদ্ধির ফলে এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে দেশটির অর্থনৈতিক উন্নয়নও হচ্ছে অত্যন্ত ধীরগতিতে। ইস্টার সানডে উপলক্ষে কড়া লকডাউনের ঘোষণা দেয়ার কথা ছিল। যদিও পরে তা বাতিল করা হয়। তবে এখনো অতি প্রয়োজনীয় নয়, এমন দোকান কিংবা সাংস্কৃতিক কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। ১৮ এপ্রিল পর্যন্ত এগুলো খোলার ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বুন্দেসব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা চালু থাকলে এর প্রভাব পড়বে চলতি বছরের প্রথম প্রান্তিকে। এএফপি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন