শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বগুড়ায় করোনা বাড়ছেই

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

বগুড়ায় করোনা সংক্রমণের হার ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন জানান, গত শনিবার বগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে মাত্র ১টি করোনা টেস্ট করে ফলাফল নেগেটিভ পাওয়া যায়। অন্যদিকে বেসরকারি টিএিমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৭টি নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ এসেছে ৩টি। যার শতকরা হার দাঁড়ায় ৩৭.৫ শতাংশ। এর আগে ২৬ মার্চ এই হার ছিল ২৪ এবং ২৫ মার্চ ছিল ১৬ শতাংশ। এদিকে, স্বাস্থ্য বিভাগীয় পরিসংখ্যানে দেখা যায়, বগুড়ায় এ পর্যন্ত করোনায় মারা গেছে ২৫৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৭৮ এবং সুস্থ হযেছেন ৯ হাজার ৮১৪ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন