বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভারতীয় বীরযোদ্ধাদের টাঙ্গাইল পরিদর্শন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ৪:৩৪ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় বীর যোদ্ধারা টাঙ্গাইলের কালিহাতি এলাকা পরিদর্শন করেছেন।
শনিবার ভারতীয় সেনাদের একটি দল মুক্তিযুদ্ধের সময় উপজেলার বানিয়াফৈর এলাকার ছত্রীসেনা অবতরণস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সফররত ভারতীয় দলটির সাথে ২ জন স্থানীয় মুক্তিযোদ্ধা সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে স্মৃতিচারণে অংশগ্রহণ করেন।
মেজর জেনারেল নারায়ণ শংকর নারি (অবসরপ্রাপ্ত) এর নেতৃত্বে ৬৮ সদস্যের এই দলটিতে ৩০ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা (২৩ জন সস্ত্রীক) এবং ৬ জন চাকুরীরত ভারতীয় সেনা কর্মকর্তা (৫ জন সস্ত্রীক) রয়েছেন।
সফরকারী দলটি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আগমন করলে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, এডব্লিউসি, পিএসসি, সস্ত্রীক তাদের স্বাগত জানান।
এরপর সফর শেষে প্রতিনিধি দলটি দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ সালাউদ্দিন সেনানিবাস হতে হেলিকপ্টারযোগে ঢাকা প্রত্যাবর্তন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন