শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মাওলানা এম এ মান্নান (রহ.) তাহফিজুল কুরআন মাদরাসার পাঁচ ছাত্রকে সম্মানসূচক পাগড়ি প্রদান

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২১, ৬:৩৪ পিএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ও মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে প্রতিষ্ঠিত মাওলানা এম এ মান্নান (রহ.) তাহফিজুল কুরআন মাদরাসায় এবছর পাঁচজন ছাত্র হিফজ সমাপন করেন। তাঁরা হলেন মোঃ কামরুল ইসলাম, মোঃ তাহমিদুর রহমান, মোঃ নূরে আলম, মোঃ মেরাজুল ইসলাম, মোঃ মুজাহিদুল ইসলাম।

মাদরাসার পরিচালক ও মসজিদে গাউছুল আজম এর সম্মানীত ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় এই পাঁচজন ছাত্রকে মসজিদে গাউছুল আজমে লাইলাতুল বরাতের রাত্রে আখেরি মুনাজাতের পূর্বে হাজার হাজার মুসল্লিদের সামনে সম্মানসূচক পাগড়ি প্রদান করেন মসজিদের খতিব ও শামছাবাদ দরবারে শরিফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা মুফতি মাহবুবুর রহমান। এসময় উপস্থিত মুসল্লিগণ আল্লাহু আকবার তাকবির দিয়ে হাফেজে কুরআনদেরকে অভিবাধন জানান। এ পাগড়ি প্রদানের মুহুর্তে মসজিদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন