বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মতলবে ভ্রাম্যমাণ আদালতে ১৯ জনকে জরিমানা

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ৭:৩১ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধানে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৯টি মামলায় ১৯ জনকে মোট ২ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়। অভিযান কার্যক্রম থেকে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

বুধবার(৩১মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মুখে মতলব- বাবুরহাট সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এ অভিযান পরিচালনা করেন।

এ সময় স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, এসআই সাইফুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে। ঘরের বাইরে মাস্ক পরিধান করার পাশাপাশি অন্যদের মাস্ক পরিধানে সচেতন করতে, প্রয়োজনে বাধ্য করতে সকল সচেতন নাগরিকদের ,জনপ্রতিনিধিদের ,সাংবাদিকদের ,ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ,সামাজিক সংগঠনকে এবং গণপরিবহনের মালিক সমিতিকে অনুরোধ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন