শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ব্র্যাথওয়েটের সেঞ্চুরির পর লড়ছে শ্রীলঙ্কাও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:০৮ এএম

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের শতরান ও রাহকিম কর্নওয়ালের অর্ধশত স্কোরে সাড়ে তিনশো ছাড়ায় স্বাগতিকদের পুঁজি। ব্যাটহাতে সমানতালে লড়াই করছে শ্রীলঙ্কাও। গতপরশু অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ২১৮ রান পেছনে আছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের ৩৫৪ রানের জবাবে দিনশেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৩৬ রান। ৩৪ রান নিয়ে ব্যাট করছেন দীনেশ চান্দিমাল, ২৩ রানে আছেন ধনঞ্জয়া ডি সিলভা।
আগের দিনের ৭ উইকেটে ২৮৭ রান নিয়ে নেমে রাহকিম-ব্র্যাথওয়েট জুটি যোগ করে আরও ৩৮ রান। রাহকিম ফিফটি পেরিয়ে আভাস দিচ্ছিলেন সেঞ্চুরির। তবে শেষ পর্যন্ত ৭৩ রানে কাটা পড়ায় ভাঙে ৮ম উইকেটে ১০৩ রানের জুটি। এরপর দ্রুতই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। টেল এন্ডারদের দলকে সাড়ে তিনশো পার করান ব্র্যাথওয়েট। শেষ ব্যাটসম্যান হিসেবে দুশমন্ত চামিরার বলে ১২৬ রান করে বোল্ড হয়েছেন তিনি। ৩১১ বলের ইনিংসে ব্র্যাথওয়েট ক্রিজে ছিলেন ৫১৪ মিনিট। ২৮ ওভার বল করে ৯৪ রানে ৪ উইকেট নেন সুরাঙ্গা লাকমাল। চামিরা ৬৯ রানে ৩ উইকেট।
জবাবে শুরুতেই ব্যক্তিগত ১ রানে অধিনায়ক দিমুথ করুনারতে আলজেরি জোসেফের বলে এনক্রুমা বনারের হাতে ধরা পড়েন। দ্বিতীয় উইকেটে ওসাদা ফার্নেন্দোকে নিয়ে জুটি পান লাহিরু থিরিমান্নে। ৪৬ রানের জুটির পর থিতু হওয়া ওসাদা ফেরেন ১৮ রান করে। ফিফটি তুলে নিয়ে কেমার রোচের বলে বোল্ড হয়ে যান থিরিমান্নেও। এরপর আর বিপদ বাড়াতে দেননি চান্দিমাল- ধনঞ্জয়া। চতুর্থ উইকেটে দুজনে তুলেছেন ৫৯ রান। তাদের ব্যাটের দিকেই বড় স্কোরের আশায় আছে সফরকারিরা।
উইন্ডিজ ১ম ইনিংস : ১১১.১ ওভারে ৩৫৪ (আগের দিন ২৮৭/৭) (ব্র্যাথওয়েট ১২৬, কর্নওয়াল ৭৩, গ্যাব্রিয়েল ১*; লাকমল ৪/৯৪, বিশ্ব ১/৭১, এম্বুলদেনিয়া ১/৮৮, চামিরা ৩/৬৯, ধনাঞ্জয়া ১/২৬)। শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৬১ ওভারে ১৩৬/৩ (থিরিমান্নে ৫৫, ওশাদা ১৮, চান্দিমাল ৩৪*, ধনাঞ্জয়া ২৩*; রোচ ১/৩৯, জোসেফ ১/৩১, মেয়ার্স ১/৬। দ্বিতীয় দিন শেষে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন