শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলে বাহরাইন দূতাবাস খোলায় হামাসের নিন্দা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ৩:৫৩ পিএম

ইসরাইলে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে বাহরাইন সরকার। ইসরাইলে নিয়োগ দেওয়ার জন্য এরই মধ্যে রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে দেশটি।বাহরাইনের এসব পদক্ষেপের নিন্দা জানিয়েছেন হামাস মুখপাত্র হাজেম কাসেম। খবর আনাদোলু এজেন্সির।

তিনি বলেন, এই চুক্তির ফলে ফিলিস্তিন ইস্যুটি মারাত্মকভাব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধমূলক তৎপরতা চালাতে ইসরাইলকে আরও বেশি উৎসাহিত করবে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির মধ্য দিয়ে বাহরাইন যে রাজনৈতিক ভুল করেছিল, বারবার তারই চর্চা করছে বলে মন্তব্য করেন হামাস মুখপাত্র।

গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর গত মাসে হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত-বাহরাইন এবং তেলআবিব শান্তিচুক্তি স্বাক্ষর করে। কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সম্পর্ক স্বাভাবিকীকরণের পর তখনই দূতাবাস খোলার বিষয়ে সম্মত হয়েছিল ইসরাইল ও বাহরাইন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন