বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইন্দোনেশিয়ার পুলিশ সদর দফতরে গুলিতে নারী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

ইন্দোনেশিয়ার জাকার্তায় ন্যাশনাল পুলিশ সদর দফতরে এক নারী প্রবেশ করে কয়েক কর্মকর্তার দিকে বন্দুক তাক করেছে। পরে পুলিশের পাল্টা গুলিতে ওই নারী নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়াসি রাজ্যের এক গীর্জায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এক ব্যক্তি ও তার স্ত্রী যৌথভাবে ওই হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত এবং ওই ব্যক্তি ও তার স্ত্রী নিহত হয়। ওই হামলার পর ইন্দোনেশিয়ার সন্ত্রাসপ্রতিরোধ অভিযান জোরালো করা হয় এবং হাই অ্যালার্ট জারি করা হয়। এর মধ্যেই পুলিশ সদর দফতরে হামলা চেষ্টার ঘটনা ঘটলো। ইন্দোনেশিয়ার টেলিভিশনে স¤প্রচারিত ফুটেজে দেখা গেছে, নীল ও কালো রঙের বোরকা পরা এক নারী পার্কিং এরিয়া থেকে পুলিশের সদরদফতর ভবনে প্রবেশ করেন। পুলিশ প্রধানের কার্যালয়ে প্রবেশ করতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মকর্তার দিকে বন্দুক তাক করার পর গুলিবিদ্ধ হন। এরপরেই তার দেহ নিশ্চল পড়ে থাকতে দেখা যায়। টেলিভিশনের খবরে একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে সশস্ত্র গোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তু হচ্ছে ইন্দোনেশিয়া। আল-জাজিরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন