শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গৃহকর্মীদের দাস-দাসী বলা নিষিদ্ধ সউদীতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

গৃহকর্মীদের দাসদাসী বলা নিষিদ্ধ করল সউদী আরব। মঙ্গলবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তিতে বিদেশি শ্রমিকদের বলতে হবে কর্মী অথবা নারী কর্মী। মন্ত্রণালয় আরও জানায়, বিদেশি শ্রমিকদের নিয়োগ বিজ্ঞপ্তিতে এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যা তাদের সম্মানে আঘাত করে। সেইসঙ্গে এমন কোনো শর্ত দেওয়া যাবে না যা তাদের অধিকারকে সংকুচিত করে। সউদী বাণিজ্য মন্ত্রণালয় জানায়, কোনো বিজ্ঞাপনে কর্মী, নারী কর্মীদের ছবি অথবা ব্যক্তিগত পরিচয়পত্রের তথ্য দেওয়া যাবে না। কোনো পরিস্থিতিতে শ্রমিকদের পরিষেবা গ্রহণ করার জন্য অর্থ ব্যয় করতে হবে এমন শর্তও বিজ্ঞাপনে দেওয়া যাবে না। সউদী গেজেট।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন