বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

মীমাংসার সুযোগ রয়েছে ইরানের

বহাল রয়েছে তেহরানের ওপর ওয়াশিংটনের সব নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:০৬ এএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে এখনো ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আপস-মীমাংসার সুযোগ রয়েছে। তিনি বুধবার আন্তর্জাতিক সংলাপ বিষয়ক রুশ থিংক ট্যাংক- ওয়ালদাইয়ে বক্তব্য রাখতে গিয়ে এ আশা ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করার জন্য ওয়ালদাই বুধবার ওই আলোচনা সভার আয়োজন করে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় দেশ সদিচ্ছা প্রদর্শন করলে বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে সদিচ্ছার মনোভাব নিয়ে এগিয়ে আসলে পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসন করা সম্ভব। ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার বাইডেন প্রশাসন যে নীতি গ্রহণ করেছে তা তুলে ধরে এ ব্যাপারে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, সদিচ্ছা থাকলে যেকোনো মুহ‚র্তে পরমাণু সমঝোতাকে আগের মতো কার্যকর করা সম্ভব। অপরদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে আমেরিকার সব নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং এসব নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরান কোনো লেনদেন করতে গেলে তা খতিয়ে দেখা হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান। ইরানের সঙ্গে চীন ২৫ বছর মেয়াদি যে কৌশলগত শরচুক্তি করেছে সে সম্পর্কে প্রাইসের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ জবাব দেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিষেধাজ্ঞা বহাল থাকায় তা পাশ কাটিয়ে ইরান চীনের সঙ্গে কোনো লেনদেন করতে গেলে তা খতিয়ে দেখবে ওয়াশিংটন। ইরানের পরমাণু কর্মস‚চির ব্যাপারে চীনের সঙ্গে আমেরিকার অভিন্ন স্বার্থ রয়েছে বলেও তিনি দাবি করেন। নেড প্রাইস বলেন, ক‚টনৈতিক চ্যানেল ছাড়া ইরানের আর সব খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে। তিনি আরো দাবি করেন, ইরানের পরমাণু সমঝোতায় ‘যৌথভাবে ফিরে আসার’ বিষয়টি পর্যালোচনা করতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে। মার্কিন মুখপাত্র এ বক্তব্যের মাধ্যমে একথা বোঝাতে চেয়েছেন যে, ইরান যদি পরমাণু সমঝোতা বাস্তবায়নের কাজে পুরোপুরি ফিরে আসে তাহলে আমেরিকাও একই কাজ করবে। অথচ গত ২০ জানুয়ারি জো বাইডেন প্রশাসন আমেরিকার ক্ষমতা গ্রহণের পর ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে, মার্কিন সরকার এই সমঝোতা থেকে আগে বেরিয়ে গিয়েছিল এবং তাকেই আগে এতে ফিরে আসতে হবে। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হয় যা ২০১৬ সালের জানুয়ারি মাসে বাস্তবায়ন করা শুরু হয়। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন